রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে বেলজিয়াম। যদিও এ লড়াইয়ে ফুটবল বিশ্বকাপের সবার পছন্দের দলগুলোর পতাকা আগেই নেমে গেছে তবুও সেমি ফাইনালের এ লড়াইয়ের জন্য অপেক্ষায় আছেন সমর্থকরা।
ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সরাসরি, রাত ১২টা। দেখতে পাবেন মাছরাঙা ও সনি ইএসপিএন।
আজকের বাজার/আরআইএস