রাতে স্থায়ী, কাল ২০ দলীয় নেতাদের সঙ্গে বসছেন খালেদা

দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে রাতে জরুরি বৈঠক বসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার ২৭ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থা, আগামী নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনসহ দেশের সর্বশেষ রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে।

এছাড়া আগামী রোববার ২০ দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া বলেও জানান শায়রুল কবির। তিনি বলেন, রোববার ২৮ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। এই মামলার প্রধান আসামী খালেদা জিয়া। এছাড়া তারেক রহমানও এই মামলার আসামি। খালেদা জিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ। ১০ বছর ধরে বিচারকাজ চলা দেশের আলোচিত মামলায় দু’পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করা হয়।

রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই আদেশ দেন। এসময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এলকে/ ২৭ জানুয়ারি ২০১৮