জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে নিষিদ্ধ করেছে।
বুধবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের রাত সাড়ে ১০ টার পর ক্যাম্পাসে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর তদারকি করবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, কিছুদিন যাবত মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজকের বাজার/এমএইচ