ঈদুল আজহাতেও দর্শক-শ্রোতাদের গান শোনাবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদের দ্বিতীয় দিন আজ রাত (রবিবার) সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচারিত হবে তার একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’।
এর আগে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রথমবারের মতো গানের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়।
এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়া রে, একই বছরের ঈদুল আজহায় ‘স্মৃতির আলপনা আঁকি’ও ২০১৮ সালে ‘বলো না তুমি কার’গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান।
সেই ধারাবাহিকতায় গত বছর প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’এবং ‘একইতো আকাশ দেখি। এ বছর ঈদুল ফিতরে প্রচারিত হয় তার একক সংগীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়। এবারের ঈদের ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’থাকছে মোট ১০টি গান।
অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান