ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার ২১ অক্টোবর টিএসসি পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সময় রাত ১১টা পর্যন্ত করা যাবে।
আজকের বাজার: আরআর/ ২১ অক্টোবর ২০১৭