আজ রোববার রাত ৮টা পর্যন্ত করদাতারা আয়কর অফিসে ২০১৯-২০ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ৩০ নভেম্বর রিটার্ন জমা দেয়ার শেষ সময় হলেও গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার রিটার্ন জমা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
রাত ৮টা পর্যন্ত করদাতারা যেন নির্বিঘ্নে রিটার্ন জমা দিতে পারেন,এজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। রোববার বিকালে এনবিআরের এক নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে রিটার্ন জমাদানের সুবিধার্থে রাত ৮টা পর্যন্ত কর অফিস খোলা থাকবে।
এ বিষয়ে এনবিআর সদস্য আলমগীর হোসেন বাসসকে বলেন,আজ রাতে করদাতারা যতক্ষণ কর অফিসে থাকবেন,ততক্ষণ রিটার্ন জমা নেয়া হবে। ৮টার পরে কর অফিসে কোন করদাতা থাকলে তিনি রিটার্ন জমাদানের সুযোগ পাবেন। তিনি জানান, তবে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে করদাতারা এর পরেও রিটার্ন দাখিল করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের অনুমতি নিতে হবে। খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান