রানার অটোমোবাইলস লিঃ এর এজিএম সম্পন্ন, ১৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের ১৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডার গন ৩০ জুন ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১৫ শতাংশ লভ্যাংশ অর্থাৎ ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  বেলা সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন এয়ারপোর্ট রোড,জাহাঙ্গির গেইট, ক্যান্টনমেন্ট ঢাকায় অনুষ্ঠিত এ জি এম এ এটি অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল হক চৌধুরী, সিএফও নজরুল ইসলাম, কোম্পানি সচিব মিজানুর রহমানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডার গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ প্রদান করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল হক চৌধুরী।