রানা প্লাজা দুর্ঘটনার প্রায় ৫ বছর পার হলেও ক্ষতিপূরণের পুরো টাকা পায়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
মঙ্গলবার সকালে অ্যাকশন এইড আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেছেন তারা।
শ্রমিকরা ২ থেকে ৫০ লাখ করে টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও ভুক্তভোগীরা ১ লাখ করে ক্ষতিপূরণ পান।
সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, দেশে রানা প্লাজার মত আর কোনো ঘটনা যেন না ঘটে। দোষীদের শাস্তি নিশ্চত করতে হবে।দেশে শ্রম আইন থাকলেও তার বিধান ঠিকমত কার্যকর হয় না বলেও উল্লেখ করেন বক্তারা।
বক্তারা বলেন, আইনের মাধ্যেমে শ্রমিকদের বীমাসহ ক্ষতিপূরণের অর্থ নিশ্চত করতে হবে। এখন দেশে নূন্যতম মজুরি রয়েছে ৫ হাজার ৩০০ টাকা।আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে মজুরি নির্ধারণ করতে হবে।
তবে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় রয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছবি বিশ্বাস।
আজকের বাজার/আরজেড