বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। চট্টগ্রাম বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বড় স্কোর গড়তে পারেনি খুলনা। নির্ধারিত কোটার এক বল বাকি থাকতে তারা অল আউট হয়েছে ১২১ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস। শুরুতেই চ্যালেঞ্জার্স বোলারদের বোলিং তোপে পড়ে খুলনা। মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারায় তারা। মেহেদী হাসান মিরাজ ৪ ও হাশিম আমলা ৮ রান করলেও রানের খাতা খুলতে পারেননি শামসুর রহমান।
প্রাথমিক বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহিম ও রাইলি রুশো। মুশফিক ২৯ রানে আউট হলে ভাঙে দুজনের ৪৯ রানের জুটি। ফিফটির সম্ভাবনা থাকলেও ৪৮ রানে ফেরেন রুশো। তার বিদায়ের পর আবার ব্যাটিং ধস দেখা দেয় খুলনা শিবিরে। শেষ পর্যন্ত ১২১ রানে থেমে যায় তাদের ইনিংস।
চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও রুবেল হোসেন। কেসরিক উইলিয়ামস নেন দুটি উইকেট।
আজকের বাজার/আরিফ