রাজনীতিবিদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস এবং শুভাকাক্সক্ষীরা রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা সভায় শুক্রবার প্রথম জনসমক্ষে ব্রিটেনের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ গাইলেন।
রানীকে উৎসর্গ করে গানটির ৭০ বছর পরে প্রয়াত রানীর পুত্র রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহনের প্রতিফলন ঘটানোর জন্য সেন্ট পল ক্যাথেড্রালে গানটি গাওয়া হয়। গত ৭০ বছর ধরে সংগীতটি ছিল ‘গড সেভ দ্য কুইন’। চার্লস রাজা হওয়ার এখন থেকে এটি হবে-‘গড সেভ দ্য কিং’।