আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রানী মুখার্জী ছবি ‘মরদানি টু’। নতুন ছবির প্রচারে সম্প্রতি কলকাতায় এসেছিলেন রানী মুখার্জী এবং সেই প্রচারের সূত্রেই তিনি এলেন ‘দাদাগিরি’-তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ অতিথি হয়ে। এই সপ্তাহের শেষেই রয়েছে এই এপিসোডের সম্প্রচার।
পাঁচ বছর পরে আবারও শিবানী শিবাজি রায়ের ভূমিকায় দেখা যাবে রানী মুখার্জীকে। ‘মরদানি’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। ছবির সিকোয়েল আসতে চলেছে, এমন কানাঘুষো ছিল প্রায় বছর দুই কিন্তু গত বছর ডিসেম্বরে প্রযোজক আদিত্য চোপড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই ছবির। এবছর গ্রীষ্মকালে হয়েছে শ্যুটিং, রাজস্থানের প্রচণ্ড দাবদাহের মধ্যেই। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি।
আজকের বাজার/লুৎফর রহমান