বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করছে ভারত।
ভারতের স্কোর: ২৯৪/৩ (৮১ ওভার)
ভারতের রানের চাকা থামাতে পারছে না বাংলাদেশ
একটু সময় নিলেন কিন্তু তাড়াহুড়ো ছিল না। ঠান্ডা মাথায় টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরিটি সেরে ফেললেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। তার সঙ্গে অজিঙ্কা রাহানেও পেয়েছেন অর্ধশত।
ভারতের চতুর্থ উইকেট জুটিতে এসেছে শতরান। জুটির সেঞ্চুরি ছুঁয়েছে ঠিক ২০০ বলে। ব্যক্তিগত সেঞ্চুরির পর ইনিংস বড় করছেন মায়াঙ্ক।
ফিফটি করে মায়াঙ্কের মতোই ইনিংস বড় করার চেষ্টায় আছেন রাহানেও। বাংলাদেশি বোলাররা এই দুজনকে কিছুতেই থামাতে পারছে না। স্বাগতিকরা ছুটছে বড় লিডের পথে।
এই রিপোর্ট লেখা অব্দি ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৫৫ রান। উইকেটে আছেন মায়াঙ্ক আগারওয়াল (১৫৫) এবং আজিঙ্কা রাহানে (৭৫)।