রাফায় ইসরায়েলী হামলায় ৫ জন নিহত

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলী  হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।
স্থানীয়  হাসপাতাল সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে।
এদিকে ইসরাইল রাফায় বড়ো ধরনের স্থল অভিযান চালানোর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।
রাফার কুয়েতি হাসপাতাল বলছে, গতরাতের ইসরাইয়েলী হামলার পর তারা পাঁচজন শহীদ এবং কয়েকজন আহতকে পেয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনী নিরাপত্তা সূত্রসমূহ বলছে, এলাকাটিতে বর্তমানে ইসরায়েল তাদের হামলার কর্মকান্ড জোরদার করেছে। (বাসস ডেস্ক)