বিবিএ তৃতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইনিস্টিটিউট অব বিজনেস এ্যডমিনিস্ট্রেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (আইবিএ) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় আইবিএ ভবনের উন্মুক্ত চত্ত্বরে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
আইবিএ এর অধ্যাপক মো. আখতার উদ্দিনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের জনসংযোগ দপ্তরের মাহব্যবস্থাপক মো. শাকিল মেরাজ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. মোহসিন-উল ইসলাম, অধ্যাপক মোহা. হাছানাত আলী, সহযোগী অধ্যাপক মোহা. গোলাম আরিফ, অধ্যাপক মো. আতিকুল ইসলাম, প্রভাষক মৃণাল কান্তি পাল।
এ সময় মো. শাকিল মেরাজ বলেন, ‘বর্তমান সময় প্রতিযোগীতার সময়। এই প্রতিযোগীতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নেই। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের তথ্য-প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের সাথে যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে’।
এদিকে শিক্ষার্থীদের নবীন বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্তু/রাসেল