রাজশাহী ফিল্ম সোসাইটি আয়োজিত চারদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ উৎসবের প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্র লেখক ও সম্পাদক সুশীল সাহা, শিলিগুড়ি সিনিয়র ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাগ, রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এএফএম জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, রেইনবো চলচ্চিত্র সংসদের অর্থ সম্পাদক মিজানুর রহমান, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক, রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
আরএম/