রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী আন্তর্জাতিক নাট্যোৎসব সপ্তাহ ২০১৮। রোববার, ১ এপ্রিল থেকে শুরু হয়ে উৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এবারে উৎসবের স্লোগান ‘মিলি মৈত্রীবন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’।
বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সহযোগিতায় নাট্য উৎসব পরিচালিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান রাজু।
তিনি জানান, উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাট্যকার শ্রুতি বন্দোপাধ্যায়ের নির্দেশিত ‘জয় জয় ভানু জয়দেব’ নাটক প্রদর্শনের মাধ্যমে উৎসবের পর্দা উঠবে। ভারত ও বাংলাদেশের নাট্যকারদের নির্দেশনায় মোট ১৩ টি নাটক প্রদর্শিত হবে এই নাট্যোৎসবে।’
ওইদিন বিকেল ৫ টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান। এতে প্রধান অথিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশিষ্ট কথাসাহিত্যক হাসান আজিজুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নন্দিত নাট্যকার মলয় কুমার ভৌমিক প্রমুখ।
আরএম/রাসেল