রাবিতে কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড চালু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ, প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এ বছর থেকে ‘কলা অনুষদ ডিন’স অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এরই মধ্যে ২০১৬ সালের বি.এ/বি.পি.এ অনার্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১২ বিভাগের ১২ শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপেক্স কনফারেন্স কক্ষে তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপেক্স কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম. এ. এইচ তাকী।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সীমা খাতুন (দর্শন), সৈয়দ নাঈমুর রহমান সোহেল (ইতিহাস), ইরতিফা হাসান (ইংরেজি), মঞ্জু রাণী দাস (বাংলা), জান্নাতী কাওনাইন কেয়া (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবুল ফুতুহ (আরবি), আশরাফুল ইসলাম (ইসলামিক স্টাডিজ), জয়¯্রী পাল (সঙ্গীত), জিন্ত আরা গুলশানা মার্জিয়া (নাট্যকলা), কবিতা আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), নাজরীনা আক্তার (সংস্কৃত), নূর মোহাম্মদ (উর্দু)।

আগামী ১৬ এপ্রিল আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আল-আরিফ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম. এ. এইচ তাকী। সংবাদ সম্মেলনে কলা অনুষদভূক্ত বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন।

অন্তু/রাসেল