রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান এল্যামনাই এসোসিয়েশনের আয়োজনে ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী দিন শনিবার সন্ধ্যা ৭টায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সংগঠনের জীবন সদস্য মো. শফিউল আলম।
বিদায়ী ভাষণ প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি ও বিভাগের প্রক্তান সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম।
এছাড়াও কর্মশালা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক রুশার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্তন উপচার্য প্রফেসর ড.মু মিজানউদ্দিন, প্রধান অতিথি হিসেবে ছিলেন রুশার সহ-সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো.ফয়জার রহমান, কর্মশালার অর্থ-সমন্বয়ক রুশার কোষাধ্যক্ষ ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রাসেল মু.রিপন, সহযোগী অধ্যাপক এস এম কায়েস, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রথম দিন শুক্রবার সকাল ৮টায় মমতাজ উদ্দিন কলা ভবনের ৩০৭ রুমে এই কর্মশালার উদ্বোধন করেন রুশার সহ-সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে ২ পর্যন্ত প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার আলী ইসলাম, অধ্যাপক বিজয় কৃষ্ণ বণিক, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আরিফুল ইসলাম।
এরপর বিকেল দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার আলী ইসলাম, সহকারী অধ্যাপক মো. সালেহ মাহমুদ, সহকারী অধ্যাপক এ কে আনোয়ার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আরিফুল ইসলাম।
দুই সেশনের সভাপতিত্ব করেন, রুশার সহ-সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম।
এছাড়াও অধিবেশনগুলোতে সমাজবিজ্ঞান পরিচালিত শিশু নিকেতনের অর্ধ শতাধিক শিক্ষককে শিশুদের অধিকার, শিশু নিকেতনের নিয়ম নীতি ও শিশু পরিচালনা সম্পকিত প্রশিক্ষণ প্রদান করেন মানবাধিকার কর্মী ও রুশার জীবন সদস্য মো. শফিউল ইসলাম।
উল্লেখ্য, ২০১২ সালে রাজশাহীর মেহেরচন্ডি রেইললাইন সংলগ্ন বস্তি এলাকায় ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ শুরু করলেও পরে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে টিউটোরিয়াল সুবিধা প্রদান করে আসছে সংগঠনটি। বর্তমানে এখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীসহ ৫১ জন শিক্ষক রয়েছে।
অন্তু/রাসেল