রাবিতে ফজলুল হকের ম্যুরাল উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হকের নবনির্মিত একটি ম্যুরাল উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শের-ই বাংলা হলের সম্মুখে বিপ্লব দত্ত নামক শিল্পীর ম্যুরালটি উদ্বোধনের করা হয়।

এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তফা তারিকুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, জনসংযোগ কর্মকর্তা ড. প্রভাষ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যুরাল উদ্বোধন শেষে হলের আয়োজনে হলের মেধাবী শিক্ষার্থী ও আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পদক বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

অন্তু/রাসেল