রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) আয়োজনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রকলা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ মে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএস সেমিনার কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারটিতে বক্তব্য রাখেন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রফেসর আবু তাহের।
সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর স্বরোচিষ সরকার।
আরএম/রাসেল/