রাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালত

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যায় ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আনসার উদ্দীন, সহকারী অধ্যাপক হ্যাপি কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. আকতার বানু ও প্রভাষক এ বি এম আহসান রাকিব , নাসরীন সুলতানা মিতু প্রমুখ।

এর আগে বেলা ১১ টায় শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রফেসর আনসার উদ্দীনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, অটিস্টিক নারী ও মেয়েদের ক্ষমতায়নের লক্ষে প্রতিষ্ঠিত সংগঠন সাম্য’র সংগঠক রায়হান আরা জামানসহ ইনিস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অন্তু/রাসেল