‘সম্প্রদায়কে উন্নীত করো এবং পরিবেশকে স্থায়ী করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মত এবারও বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার, ২০ মার্চ দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষে হয়। এতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে সমাজকর্ম বিভাগের অধ্যাপক এমাজ উদ্দিন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা রাখেন বিভাগের সভাপতি ড. ছাদেকুল আরেফিন মাতিন এবং অধ্যাপক আশরাফুজ্জামান।
বিভাগ সভাপতি ছাদেকুল আরেফিন বলেন, ‘বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো উন্নয়নের নামে পরিবেশকে ক্রমবর্ধমান ধংসের দিকে নিয়ে যাচ্ছে। এই উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্যতা রক্ষায় সমাজকর্মীদের এগিয়ে আসা প্রয়োজন। প্রয়োজন কমিউনিটিগুলোকে উৎসাহিত করা’।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. ফারুক হোসাইন, ড. সৈয়দা আফরিনা মামুন, সহযোগী অধ্যাপক ড. জামিরুল ইসলামসহ প্রমুখ।
আরএম/