রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়েছে আজ (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে। এই আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে প্রাথমিক আবেদন করেছে ১ লাখ ৩৭ হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ৭৬ জন, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৭৯৪ জন এবং ‘সি’ ইউনিটে ৫৬ হাজার ৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেছেন। এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার করে সর্বোচ্চ ৯৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতি ইউনিটের জন্য ১৩২০ টাকা ফি দিতে হবে। এ বছরের ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রাথমিক আবেদনের ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেক্টরের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম বলেন, সার্ভারের কাজ চলছে। আশা করি রাতের মধ্যেই প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করতে পারব। রাতে না হলে সকালেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টায় প্রাথমিক আবেদন শেষ হয়েছে।

আজকের বাজার/এমএইচ