রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে পেটানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১০ জুলা্ই সোমবার আহত সাংবাদিক আরাফাত রহমান বাদী হয়ে রাত ১১টার দিকে মতিহার থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় মারধরে জড়িত চার ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব জানান, সাংবাদিককে পেটানোর ঘটনায় রাবি ছাত্রলীগের সহসভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়সহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে দণ্ডবিধির ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
সোমবার সকালে বাসে ধূমপান করতে নিষেধ করায় বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে মারধর এবং বাসটিতে ভাঙচুর করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ভাঙচুরের ছবি তুলতে গেলে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর রাবি প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমানকে বেধড়ক মারধর করে ওই ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহসড়কে এ ঘটনা ঘটে।
আরাফাত বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন আছেন। তার চোখে মারাত্মক জখম হয়েছে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭