পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আগামী ৭ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার এ তথ্য জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত টানা ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ৮ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকবে। আর ২৪ আগস্ট সকাল ১০টা থেকে হল খুলে দেয়া হবে।
আজকের বাজার/এমএইচ