ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৩ জুন) থেকে খুলে দেওয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো। ওই দিন সকাল ১০টায় আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে রোববার থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র শব-ই-কদর ও ঈদের ছুটি শুরু হয়। এদিন দুপুর ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাসেল/