ছাত্রলীগের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তরিকুলকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী।
তার সাথে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সম্রাটসহ রাবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় রাবি ছাত্রদল নেতা রাহী হামলার ঘটনার দোষীদের শাস্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টরের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয়ভার বহনের জন্য জানান।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে গিয়ে ছাত্রলীগের বেধড়ক মার-পিটের মারের শিকার হন কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তরিকুল ইসলাম।
ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী তাকে চাপাতি, বাঁশ, জিআই পাইপ, রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার পায়ে অপারেশন করতে হবে বলে জানিয়েছেন।
অন্তু/রাসেল/