রাজশাহী বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিভাগের শিক্ষকরা।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় তৃতীয় বিজ্ঞান ভবণের ৪র্থ তলার ৪২৭ নম্বর কক্ষের ল্যাবে এ ঘটনা ঘটে।
ঘটনা স্থলে থাকা প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থী বলেন, সন্ধ্যা ৬টা ১০মিনিটে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আমরা ৪ জন ল্যাবে গবেষণার কাজ করছিলাম এসময় রিসার্চ ম্যাটেরিয়ালগুলোতে এলকোহল দিয়ে জীবাণু মুক্ত করার সময় স্পীট লাম্প নিচে পড়েগিয়ে হঠাৎ গবেষণার যন্ত্রপাতিতে আগুন ধরার সাথে সাথে বিস্ফোরন ঘটে।
এতে তাৎক্ষণিক ল্যাবে অবস্থানরত আমাদের মধ্যে একজন শিক্ষকে ফোন দিয়ে জানালে শিক্ষক ফায়ার সার্ভিস অফিসে ফোনের দেন। রাত সাড়ে ৭ টার দিকে ঘটনা স্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, তাদের ল্যাবের ৭টি ল্যাপটপ, ৬টি কম্পিউটার, ডিপ-ফ্রিজ, কয়েকটি এসি, ইনকিউরেটর সহ বিপুল পরিমাণের গবেষণার যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়।
বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বিশ্বনাথ শিকদার জানান, আগুন লাগার ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন পাশে কক্ষে আরো তিন কোটি টাকার গবেষণার যন্ত্রপাতি রয়েছে যেখানে আগুন না লাগলেও আগুনের তাপে ক্ষতি হওয়ার সম্ভবনা আছে এবং মোট ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।
ঘটনা স্থলে আসা ফায়ার সার্ভিস কর্মকর্তা রজব আলী শেখ বলেন, আমরা ফোনের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনা স্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি।
অন্তু/রাসেল