‘নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুই যুগ পূর্তি উৎসব করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন 'তীর্থক'। আগামী শুক্রবার, ৪ মে এই উৎসব অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুুরে সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়া, বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গণশিল্পী সংস্থার পরিবেশনায় গীতিআলেখ্য, তীর্থক নাটকের পরিচালনায় নাটক ‘নজরবন্দী’, ‘চিকিৎসা সংকট’, ‘লোকগান ও সাংস্কৃতিক আড্ডা’ এবং বরেন্দ্র থিয়েটারের পরিবেশনায় কমলাকান্তের জবানবন্দি মঞ্চস্থ হবে।
অন্তু/রাসেল