রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার রায় আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে  কুপিয়ে ও গলাকেটে হত্যা মামলার রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চি করেছেন।

তিনি বলেন, অভিযোগপত্রে ৮জনকে আসামি করা হলেও ৫জনের বিরুদ্ধে বিচারকার্য পরিচালিত হয়েছে। অভিযোগপত্রভুক্ত সবাই জেএমবি সদস্য। তাদের মধ্যে ১জন পলাতক, ১জন  জামিনে ও ৩ আসামি কারাগারে আছেন। বাকি ৩জন অভিযোগপত্র দেয়ার আগেই ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

সংঘবদ্ধ জঙ্গিরাই অধ্যাপক রেজাউলকে হত্যা করেছে বলে পুলিশের ভাষ্য। আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, রায় ঘোষণার জন্য ৮ মে দিন ধার্য করা হয়েছে।

২০১৬ সালের ২৩ এপ্রিল অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে  কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।

আজকের বাজার/লাবনী/রাসেল