রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
রোববার ৬ আগস্ট সকালে উপাচার্য মো. আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন। উপাচার্য তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির ভূমিকা ব্যাপক। আর প্রক্টরিয়াল বডির প্রধান প্রক্টর। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন কারণে আমি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
জানতে চাইলে অধ্যাপক মজিবুল হক বলেন, অন্য কোনো কারণ নেই, লিখিত পদত্যাগপত্রে যা উল্লেখ করেছি; ওটা মূল কারণ। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো বিষয় খোঁজার মানে নেই।
রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান বলেন, উনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত দিয়েছেন। আমরা তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছি। দ্রুত শূন্য পদে দক্ষ ও যোগ্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ মার্চ প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান দায়িত্ব গ্রহণ করেন।
আজকের বাজার: আরআর/ ০৬ আগস্ট ২০১৭