রাবি শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই অনুষদের ১০ শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন রোধ সেলে তারা অভিযোগ করেন। সেলের সদস্য ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মমিনিন চৌধুরী। লায়লা আরজুমান বানু বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষকের দ্বারা শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং পড়াশোনা ও অন্যান্য কাজে মনোযোগ দিতে পারছেন না। ওই শিক্ষক বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলেন বলে জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে অধ্যাপক আমিরুলের ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান