রাভিনার বিরুদ্ধে এফআইআর

বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডনের বিরুদ্ধে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্দির চত্বরের নো-ক্যামেরা জোনে গিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, গত রোববার ওই মন্দির পরিদর্শন করেন রাভিনা। এর পরই ওড়িশ্যার ভুবনেশ্বরে শ্রী লিঙ্গরাজ মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, মন্দিরের ভেতর বসে সৌন্দর্যের নানা টিপস দিতে দেখা গেছে রাভিনাকে। এই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন এক ব্যক্তি, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে মন্দির প্রশাসনের ব্যবস্থাপনা পরিচালক রাজীব লোচান পারিদা বলেন, নো ক্যামেরা জোনে একটি বিজ্ঞাপনের শুটিং করার জন্য অভিনেত্রী রাভিনা টেন্ডনের বিরুদ্ধে লিঙ্গরাজ থানায় একটি অভিযোগ দায়ের করেছে মন্দির প্রশাসন। এটি মন্দিরের নিরাপত্তা আইনের লঙ্ঘন। এ ঘটনায় ভক্তরা আঘাত পেয়েছে।

এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করে ভুবনেশ্বরের জেলা পুলিশ কমিশনার (ডিসিপি) সতীব্রত ভোই বলেন, পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত করছে। এদিকে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগও অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আজকেরবাজার/এসকে