রামপুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরার ওয়াপদা এলাকায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক শ্রমিক। তার নাম মো. অালামিন (১৮)। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামে। বাবার নাম মোহাম্মদ অালী।

বুধবার (২৩ মে) দুপুর বারোটার সিএনজিতে গ্রিল লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়াবিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মামা গণমাধ্যমকে জানায়, সে বিদ্যুতের সাহায্যে তাপ দিয়ে সিএনজিতে গ্রিল লাগানোর কাজ করছিল। এ সময় বিদ্যুতের তার হঠাৎ করে তার শরীরে লেগে যায়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাসেল/