রামপুরায় বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার হাজীপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা সড়কের দুই দিকই বন্ধ করে দেয়। এতে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

ওই পোশাক কারখানার শ্রমিক সোহেল বলেন, গত ৩ মাস ধরে আমরা বেতন পাইনি। কবে পাব তাও জানি না। এছাড়া ঈদে বোনাসেরও কোনো খবর নাই। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বেতন-বোনাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার এসআই মুকুল মিয়া বলেন, আমরা আলোচনার মাধ্যমে আন্দোলনরত শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছি। এছাড়া সীমিতভাবে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে মেগাস্টার নামে বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে রামপুরা বাজার এলাকায় মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

আজকের বাজার/ এমএইচ