কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী এক রোহিঙ্গা নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে, রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানায়, ইয়াবার একটি চালান পাচার হওয়ার খবরে রাবার বাগান এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। পরে পুলিশকে দেখে অতর্কিত গুলি ছোঁড়ে তারা। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত হয় ।
এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, একটি দেশি বন্দুক ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।