রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন, উপসর্গ নিয়ে তিনজন এবং নেগেটিভ হয়ে দুইজন মারা গেছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। একই সময়ে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহী ও কুষ্টিয়ার একজন করে এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৭ জন। এর আগে, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান