রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত ৯ জন এবং উপসর্গ ও করোনামুক্ত হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে আট জন পুরুষ ও তিন জন নারী। যাদের মধ্যে পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।
তিনি জানান, একই সময় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
শামীম ইয়াজদানী জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৭৯ জনের করোনা পজেটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৯০ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান