রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার দূর প্রাচ্যের ভোস্টোচনি কসমোড্রোমে হাত মেলাতে দেখা গেছে।
বুধবার ক্রেমলিনের প্রচারিত ভিডিও ফুটেজে তাদের হাত মেলাতে দেখা যায়।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, স্পেসপোর্টে দু’জন ‘বাণিজ্য সম্পর্ক’ এবং ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে আলোচনা করবেন। কিম এখানে ট্রেনে এসেছেন।