ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখ-ে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হওয়া উচিত। খবর তাস’র।
স্টলটেনবার্গ ‘দ্যা ইকোনমিস্ট’র সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘মিত্র দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের ওপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সে সবের কিছু প্রত্যাহার করা উচিত কি-না তা তাদের বিবেচনা করার সময় এসেছে।’ ‘বিশেষকরে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছাকাছি খারকোভে প্রচ- লড়াই চলছে তখন ইউক্রেনকে রাশিয়ার ভূখ-ে বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে এইসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিয়েভের পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে।’
যাইহোক, স্টলটেনবার্গ ইউক্রেনের আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ন্যাটো সদস্যরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারে এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘ইউক্রেনে ন্যাটোর স্থল সেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা সংঘাতের পক্ষে যাবনা।’
এরআগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্র ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে। (বাসস ডেস্ক)