রাশিয়ার নোভাটেক উত্তরের তেল ও গ্যাসক্ষেত্রের একটি লিফটে আগুনে দুজন নিহত ও একজন আহত হয়েছে।
শনিবার জরুরি অবস্থা মন্ত্রনালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ইয়ামাল নেনেটস অঞ্চলের নোভাটেকের সবচেয়ে পরিপক্ক তেল ও গ্যাসক্ষেত্র পূর্ব-তারকোসালিনসকোয়ে মাঠে আগুন লেগেছে।
আজকের বাজার/লুৎফর রহমান