রাশিয়ার ‘পারমানবিক ব্ল্যাকমেইল’ রোধে নিরাপত্তা পরিষদের জররি বৈঠক চায় কিয়েভ

রাশিয়ার ‘পারমানবিক ব্ল্যাকমেইল’ ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাচ্ছে ইউক্রেন।
বেলারুশে রাশিয়া কৌশলগত পারমানবিক অস্ত্র মোতায়েন করবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এমন ঘোষণার পর কিয়েভ রোববার এ দাবি জানালো।
পুতিন আরো বলেছেন, তার এই পরমাণু অস্ত্রের মোতায়েন যুক্তরাষ্ট্রের নেয়া পদক্ষেপেরই অনুরূপ।দেশটি বেলজিয়াম, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্কের ঘাঁটিসমূহে এ ধরনের অস্ত্রের মজুদ রেখেছে।
এদিকে রোববার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন, বেলারুশ রাশিয়ার অস্ত্র রাখলে মিনস্কের ওপর নতুন অবরোধ আরোপ করা হবে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ক্রেমলিনের ‘পারমানবিক ব্ল্যাকমেইল’ ঠেকাতে যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছ থেকে কার্যকর পদক্ষেপ আশা করছে। মন্ত্রণালয় আরো বলেছে, এ প্রেক্ষিতে আমরা জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের ব্যতিক্রমী বৈঠক চাই।
পুতিন শনিবার এক ঘোষণায় বলেছিলেন, রাশিয়া আন্তর্জাতিক পরমানু অস্ত্র বিস্তার রোধ চুক্তির লংঘন না করেই প্রতিবেশী ও মিত্র দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মজুদ করবে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে তার দায়দায়িত্ব লংঘন এবং পরমাণু নিরস্ত্রীকরণ নীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের জন্যে অভিযুক্ত করেছে।