রাশিয়ার সাথে পশ্চিমের যুদ্ধ লেগে যেতে পারে: সাবেক রুশ জেনারেল

রুশ সেনাবাহিনীর সাবেক একজন শীর্ষ জেনারেল বিবিসিকে বলেছেন, ব্রিটেনে একজন সাবেক রুশ গুপ্তচরের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগের ঘটনা নিয়ে রাশিয়ার সাথে পশ্চিমের যুদ্ধ লেগে যেতে পারে এবং তা হবে ‘সর্বশেষ যুদ্ধ’। বিবিসিকে এমনটি বলেছেন রুশ সেনাবাহিনীর শীর্ষ জেনারেল লে জে ইয়েভগেনি বুজনিস্কি।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক এতটাই খারাপ হয়ে পড়েছে যে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ার যথার্থ কারণ রয়েছে।পরিণতি শীতল যুদ্ধের চেয়ে অনেক খারাপ হতে পারে, এবং ফলাফল খুব খুব খারাপ হতে পারে…মানব ইতিহাসের সর্বশেষ যুদ্ধ লেগে যেতে পারে’।

জেনারেল বুজনিস্কি বলেন,”দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রাশিয়া খুবই ভয়ঙ্কর”।

উল্লেখ্য, ইংল্যান্ডের সলসবেরি শহরে গত মাসে সাবেক স্বপক্ষত্যাগী এক সাবেক রুশ গুপ্তচর এবং তার মেয়েকে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যার চেষ্টার জন্য ব্রিটেন সরাসরি রাশিয়াকে দায়ী করে।

এরপর যুক্তরাষ্ট্র সহ ২০টিরও বেশি ইউরোপীয় দেশ থেকে একশরও বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। পাল্টা জবাবে রাশিয়াও সমান সংখ্যক পশ্চিমা কূটনীতিককে বহিষ্কার করেছে।

আজকের বাজার/আরজেড