জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আশা প্রকাশ করে বলেছেন, রাশিয়া মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তির সময় বাড়াবে যা ইউক্রেনের শস্য চালানের পথ নিরাপদ করবে।
খাদ্য নিরাপত্তার জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সোমবার গুতেরেস সাংবাদিকদের বলেন, চুক্তি নিয়ে গত সপ্তাহের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। আগামী শনিবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, আমি আশা করছি কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
গুতেরেস আরো বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অঞ্চলে ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবেলায় আমাদের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
তবে রাশিয়া বলেছে, চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত তারা এখনও নেয়নি।
বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন। রুশ হামলার কারনে দেশটির বন্দরে দুই কোটি টন খাদ্য শস্য আটকা পড়ে। আটকে পড়া এসব শস্য চালান করতে জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তি করা হয়।
আগামী ১৯ নভেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।