রাশিয়ার অসুস্থ বিরোধী দলীয় নেতাকে বহন করা বিমানের জার্মানির উদ্দেশ্যে যাত্রা

শরীরে সন্ভাব্য বিষ প্রয়োগের চিকিৎসার জন্য রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স শনিবার সাইবেরিয়ার ওমস্ক নগরী থেকে জার্মানির উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘটনাস্থল থেকে এএফপি’র প্রতিবেদক একথা জানান। খবর এএফপি’র।
ওমস্কের হাসপাতাল থেকে নাভালনিকে বিমানবন্দরে নেয়ার পরপরই বিমানটি ছেড়ে যায়। ওমস্কতে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। এর আগে, উন্নত চিকিৎসার জন্য অন্য কোন হাসপাতালে স্থানান্তর করার মতো শারীরিক অবস্থা নাভালনির রয়েছে কিনা সেটা নিয়ে তার আত্মীয়-স্বজন ও রাশিয়ার চিকিৎসকদের মধ্যে দিনব্যাপী আলোচনা চলে।
জার্মানিতে চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্স আসার পর রাশিয়ার এক চিকিৎসক বলেন, ‘রোগীর অবস্থা অস্থিতিশীল, এ মুহূর্তে তাকে অন্য কোথাও না নেওয়ার পরমর্শ দেন তিনি।’