রাশিয়ার উন্নয়ন পরিকল্পনা ‘মে ডিক্রি’তে পুতিনের স্বাক্ষর

Russian President Vladimir Putin attends a briefing for reporters at the end of the APEC summit in Danang, Vietnam November 11, 2017. Sputnik/Mikhail Klimentyev/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

শিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন ২০২৪ সাল পর্যন্ত দেশটির উন্নয়ন পরিকল্পনা ‘মে ডিক্রি’ স্বাক্ষর করেছেন।খবর তাসের।

এর আগে পুতিন ক্রেমলিনে এক উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন।

পুতিন দ্বিতীয় ছয় বছর মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ এই ডিক্রিতে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণের পর পুতিন ২০১২ সালের ৭ মে’র একাদশ ডিক্রির ঐতিহ্য অব্যাহত রাখতেই তিনি এটিতে স্বাক্ষর করেন। এতে আসন্ন বছরগুলোতে দেশটির আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান কাজগুলোর ফিরিস্তি তুলে ধরা হয়েছে।

রাশিয়ার জাতীয় লক্ষ্য ও উন্নয়ন কৌশল বিষয়ে দেশটির প্রেসিডেন্টের এ ডিক্রিতে বলা হয়, মস্কো ২০২৪ সাল নাগাদ বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতির দেশের গ্রুপে যোগ দেবে।
এতে রাশিয়ার উন্নয়নে বিভিন্ন লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে। আর এসব লক্ষ্য রুশ সরকার ২০২৪ সাল নাগাদ অর্জন করবে।

আরজেড/