রাশিয়ার কোস্ট্রোমা শহরের ক্যাফেতে অগ্নিকান্ডে ১৩ জন নিহত

রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে অগ্নিকান্ডে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।
স্থানীয় গভর্ণর সের্গেই সিতনিকভ টেলিগ্রামে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।’
রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পূর্বের এই শহরে রাতে আগুন লাগলে ভবনটি থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়।
সিতনিকভ বলেছেন, ‘পলিগন’ নামের ক্যাফেতে ছড়িয়ে পড়া আগুন সকাল প্রায় সাড়ে ৭টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন, তবে তাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই।
স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা রাত ২টার দিকে আগুনের খবর পেয়েছে এবং আগুন ৩,৫০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।