রাশিয়ার বিরোধী দলিয় নেতা আবারো আটক

নন্দিত রুশ বিরোধী নেতা,নাভালনি জানিয়েছেন, যে,মস্কোতে তিনি তাঁর বাড়ি থেকে দৌঁড়াতে বের হবার মুহূর্তে পুলিশ তাঁকে আবারো আটক করে। মস্কো পুলিশ স্টেশন থেকে ভিডিও বার্তায় ২৪শে জুলাই নাভালনি জানান, তিনি বাড়ি থেকে বেরোবার সময় বিশেষ পুলিশ বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করেন, যারা দ্রুত তাঁকে ঘিরে ফেলে ও আটক করে নিয়ে যায়। সেদিন তাঁর স্ত্রীর জন্মদিন উপলক্ষে জগিং শেষে তাঁর ফুল কিনতে যাবার কথা ছিল।

মস্কো সরকারের সমালোচক, আলেক্সেই নাভালানিকে সাম্প্রতিক বছরগুলিতে ১২বার আটক করা হয়েছে। মাত্র ১১ই জুলাই তারিখে মস্কোতে ১০দিন ধরে আটকের পর তাঁকে মুক্তি দেয়া হয়।

আজকের বাজার/লুৎফর রহমান