রাশিয়ায় সরকার বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা আলেক্সি নাভালনির আঞ্চলিক অনেক দপ্তর এবং তার সমর্থকদের বাসায় বৃহস্পতিবার দেশটির তদন্ত কর্মকর্তারা ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। গত কয়েকমাস ধরে বিরোধী দলের বড় ধরনের সমাবেশের পর তারা এ অভিযান চালালো। খবর এএফপি’র।
নাভালনি বলেন, রোববার মস্কোতে স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের ব্যাপক পরাজয়ের পর এ তল্লাশি অভিযান ছিল ক্রেমলিনের ‘হিস্টিরিয়ার’ ফল।
নাভালনি ইউ টিউবে বলেন, এতে ‘পুতিন অস্থির হয়ে পড়েছেন।’ ক্রেমলিনপন্থী প্রার্থীদের কৌশলগতভাবে বিতাড়িত করতে নাভালনি তার সমর্থকদের ভোট দিতে বলেছিলেন।
তিনি বলেন, ২শ’র বেশি স্থানে এ অভিযান চালানো হয়। আর রাশিয়ার ইতিহাসে এটি ছিল সবচেয়ে ব্যাপক পুলিশি অভিযান। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ