রাশিয়ার বিশ্বকাপকে সামনে রেখে মিসরের দল ঘোষণা

রাশিয়া বিশ্বকাপের জন্য ২৯ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে মিসর।

ফুটবলে রাশিয়ার অবস্থান ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির অনুরুপ না হলেও সেরা খেলোয়াড় সালাহ জন্য মিসরের দিকে চোখ রাখবে ফুটবল প্রেমীরা।কেননা প্রিমিয়ার লিগে মাঠ কাঁপানো সালাহ সবার মনে জায়গা করে নিয়েছে।

পরপর দুবার মাস সেরা তারকা হয়েছেন, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন সালাহ। আর তাই এবার মিসর ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।

মিসরের প্রাথমিক স্কোয়াড :

এসাম এল-হার্ডি, মোহামেদ এল-শেনাউই, শেরিফ একরামি ও মোহামেদ আওয়াদ (গোলরক্ষক)। আহমেদ ফাতি, আহমেদ এল মোহাম্মাদি, ওমর গাবের, মোহামেদ আবদেল শাফি, সাদ সামির, আহমেদ হেগাজি, আলী গাবর, আইমান আশরাফ, করিম হাফিজ, মাহমাউদ আবদেল আজিজ ও আমরো তারেক (ডিফেন্ডার)। শিকাবালা, আবদুল্লাহ এল-সাইদ, মোহামেদ এলনেনি, তারেক হামেদ , মাহমাউদ কাহরাবা, মাহমাউদ ত্রেজেগুয়েত হাসান, রামাদান সভি, সাম মরসি ও এ ওয়ারদা (মিডফিল্ডার)। মোহামেদ সালাহ, মারওয়ান মোহসেন, আহমেদ কোকা ও আহমেদ গোমা (ফরোয়ার্ড)।

আরজেড/